icds_recrutmenticds_recrutment

Icds West Bengal 2024 – পশ্চিমবঙ্গের শিশু সহায়তা কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগ ।

icds_recrutment
icds_recrutment

রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য অনেক বড় খুশির খবর পশ্চিমবঙ্গের শিশু সহায়তা কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে একাধিক শূন্য পদের জন্য নিয়োগ করা হবে এই চাকরি একটি ভালো বেতনের চাকরি আরো বিস্তারিত তথ্য জানার জন্য আপনার অবশ্যই আমাদের এই প্রতিবেদন প্রদান থেকে শেষ করুন দেখুন বুঝুন ও তারপরে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করুন।

নিনিয়োগ সংস্থা : শিশু বিকাশ প্রকল্প অধিকরণ শিশু বিকাশ কেন্দ্র পুরুলিয়া

পদের নাম কর্মী ও সহায়িকা

মোট শূন্য পদ ৪৩ জন

আবেদনের মাধ্যম অনলাইন

আবেদনের শেষ তারিখ ২৩/২/২০২৪

পদের নাম: শিশু বিকাশ প্রকল্প অধিকরণ হুড়া সুসংগত শিশু বিকাশ সেবা কেন্দ্র ।

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক বা সমতল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ।

মাসিক বেতন : বর্তমান কর্মীদের চালু সামানিক ভাষার পরিমাণ মাসিক ৪৫,০০/- টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ ৩,৭৫০ টাকা।

 

শূন্য পদ : এখানে মোট 43 টি শূন্য পদ রয়েছে ।

বয়স সীমা : ১৮ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে ।

 

এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত করা হয়েছে :

শিশু বিকাশ প্রকল্প অধিকরণ হুড়া শিশু বিকাশ কেন্দ্র পুরুলিয়া

নিয়োগ পদ্ধতি কিভাবে করা হবে : অভিজ্ঞতার ভিত্তিতে।

 

কিভাবে আবেদন করতে হবে : পুরো শিশু বিকাশ সেবা প্রকল্পে আবেদনের জন্য অফলাইনে ফরম ফিলাপ করতে হবে যেটি নির্দিষ্ট ঠিকানায় গিয়ে জমা দিয়ে আসতে হবে ।

খামের ওপর যা লেখা প্রয়জনীয় :

১) অঙ্গনারী কর্মীর পদে পদোন্নতির আবেদন পত্র

২) বিজ্ঞপ্তি সারোকসংখ্যায় ও তারিখ

৩) আবেদনকারীর নাম

৪) যে কেন্দ্রে সহায়িকা তার নাম ও নাম্বার

৫) অঙ্গনারী কেন্দ্রে গ্রাম পঞ্চায়েতের নাম

গুরুত্বপূর্ণ তারিখ : ২৩/০৩/২০২৪

আআবেদনপত্রের সাথে প্রদেয় প্রমাণ পত্র শংসাপত্রের প্রতিলিপি

১) তিনটি সাম্প্রতিক পাসপোর্ট রঙিন ছবি একটি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে সেটি দিতে হবে অপর দুই কপি ছবি খামের মধ্যে থাকবে।

২) বয়সের প্রমাণপত্র স্বরূপ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার প্রবেশপত্র অথবা জন্মসাপত্র প্রতিলিপি।

৩) উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা প্রদত্ত স্থানীয় বাসিন্দার শংসাপত্রের আসল স্থায়ী বাসিন্দা সংসদ এর ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য সভাপতি পুরুলিয়া জেলা পরিষদ অথবা সংশ্লিষ্ট এলাকার বিধায়ক অথবা জেলাশাসক পুরুলিয়া অতিরিক্ত জেলা শাসক অথবা পুরুলিয়া মহকুমা শাসক পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা সংলিষ্ট গ্রাম পঞ্চায়েতে প্রধান দ্বারা প্রদত্ত শংসাপত্র বৈধ বলে গণ্য হবে।

৪) ন্যূনতম মাধ্যমিক ও সর্বাধিক শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্রের স- প্রত্যয়িতি প্রতিলিপি ।

৫) জেলাশাসক /অতিরিক্ত জেলাশাসক /মহকুমা শাসক দ্বারা প্রদত্ত জাতিসংশপত্রের সব প্রত্যয়িতি প্রতিলিপি।

৬) অঙ্গনাটি সহায়িকা পদে যোগদানের নিয়োগ পত্র এবং যোগদান পত্র এর স-প্রত্যিয়তি প্রতিলিপি ।

প্রয়োজনের লিংক: লিংক

বিশেষ দ্রষ্টব্য : উপর তথ্য গুলো কেবল মাত্র আবেদনকারীদের কাজের উদ্দেশ্যে ইনফর্মার এক্সপ্রেস ডটকম কেবলমাত্র বিভিন্ন সরকারি বেসরকারি প্রকল্প স্কুল ও কলেজের খবর বিভিন্ন রেক্রুটমেন্ট সম্বন্ধে আপডেট দিয়ে থাকে । এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে সবার কাছে যেন খুব সহজেই বিভিন্ন নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য ।  এটি কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। InformerExpress.com সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে এবং প্রকাশিত করে থাকে ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *