Pnb Scholership 2024Pnb Scholership 2024

Pnb Scholership 2024 – PNB স্কলারশিপ আবেদন করুন , কিভাবে আবেদন করবেন? সমস্ত তথ্য এই বিজ্ঞপ্তিতে  ।

Pnb Scholership 2024
Pnb Scholership 2024

Pnb Scholership 2024 — রাজ্যের ছাত্র-ছাত্রীদের কাছে খুশির খবর ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পিএনবি স্কলারশিপ এর ব্যবস্থা করেছে। অন্যান্য স্কলারশিপ সংস্থাগুলি যেমন স্কলারশিপ দিয়ে থাকে তেমনি পিএনবি একটি নতুন সংস্থা যারা ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করার জন্য টাইপিং এর ব্যবস্থা করেছে। আর্থিক দুরবস্থার জন্য কারো যাতে পড়াশোনা থেমে না যায় তার জন্য পিএনবি হাত বাড়িয়েছে । বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা যেমন স্কলারশিপ দিয়ে থাকে ঠিক তেমনি বিশেষ কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে । ছাত্র-ছাত্রী নিম্নবিত্ত পরিবার থেকে জন্মগ্রহণ করে ফলে পড়াশোনা তাহলে যাওয়া সম্ভবপর হয়ে ওঠে  না। আর্থিক ব্যবস্থা একটু স্বস্তি দেওয়ার জন্য এই সংস্থাগুলি তাদের হাত বাড়িয়ে দিয়েছে । যেসব ছাত্রছাত্রী ও মেধাবী প্রতিদান হিসেবে ছাত্রদলের সুবিধা দেওয়া হয়ে থাকে । এই পিএনবি হাউসিং ফাইন্যান্স প্রোডাকশন স্কলারশিপ সুবিধা ? আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ? কিভাবে স্কলারশিপ আবেদন করতে হয়? প্রয়োজনীয় কি কি ডকুমেন্টসের প্রয়োজন ? এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব । আবেদন করার আগে অবশ্যই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জেনে নেবেন।

 

Table of Contents

ছাত্রছাত্রীদের পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য সরকারি ও বেসরকার বিভিন্ন স্কলারশিপ চালু হয়েছে সেই একই রকম ভাবে পিএনবি হাউসিং ফাইন্যান্স প্রোটোসাহান স্কলারশিপ নামে একটি বেসরকারি স্কলারশিপ ছাত্রছাত্রীদের সুবিধার জন্য তাদের হাত বাড়িয়ে দিয়েছে। নির্দিষ্ট যোগ্যতা সম্পন্ন মেধাবী ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ পেয়ে থাকেন । বিগত বছরগুলোতে আমরা যদি রক্ষা করি তাহলে এরা বিশেষ কিছু আর্থিক সহযোগিতা করেছে ।

স্কলারশিপের আবেদন যোগ্যতা

এই স্কলারশিপে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদন জানাতে পারে এবং তাদের সুবিধা নিতে পারে।

১) ইচ্ছুক আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।

২) আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্নাতক যে বিভাগের থেকে আবেদন করবেন সেই বিভাগের পরীক্ষায় অন্তত ৬০% শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে ।

৩) ইচ্ছুক আবেদনকারীর প্রার্থীর বাৎসরিক পারিবারিক আই তিন লক্ষ টাকার কম হতে হবে।

৪) আবেদন প্রার্থীর নিজস্ব বৈধ ব্যাংক একাউন্ট থাকতে হবে , যেটির সঙ্গে আধার সংযোগ করার বাধ্যতামূলক।

স্কলারশিপ এর সুবিধা (Pnb Scholership 2024)

এই স্কলারশিপ থেকে ুক্ত উপযুক্ত যোগ্যতা সম্পন্ন মেধাবী ছাত্র-ছাত্রীরা বৃত্তি হিসেবে টাকা পেয়ে থাকেন নবম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীরা ১০,০০০/- দশ হাজার টাকা করে । একাদশ এবং দ্বাদশ , আইটিআই শ্রেণীর ছাত্রছাত্রী ১২,৫০০/- টাকা এবং আন্ডারগ্রাজুয়েট ও এম টেক যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রী ৩০,০০০/- হাজার টাকা । পোস্ট গ্রাজুয়েট করছে ৪০,০০০/- হাজার টাকা বৃত্তি হিসেবে পাবেন। আরো বিস্তারিত জানার জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ফলো করুন।

স্কলারশিপের আবেদন পদ্ধতি

স্কলারশিপ এর কিছু প্রার্থীদের আবেদন জানানোর জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে।

১) আবেদন করার জন্য আবেদন প্রার্থীকে (Pnb Scholership 2024) বিদ্যাভারতী অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

২) প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য সহকারে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে । তারপর নিজস্ব যাবতীয় তথ্য দিয়ে আবেদনটি সম্পন্ন করতে হবে।

৩) তারপরে আবেদনকারীদের আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ওয়েবসাইটের নির্দিষ্ট মাপ মতো আপলোড করতে হবে ।

এছাড়াও অন্যান্য যে নথিপত্র গুলোর প্রয়োজন সেগুলি হল

১. আবেদনকারী স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট থাকতে হবে।

২. ইচ্ছুক প্রার্থীর বার্ষিকী পরিবার ইনকাম সার্টিফিকেট থাকতে হবে।

৩. পরবর্তী পরীক্ষার মার্কশীট।

৪. বর্তমান শ্রেণীতে ভর্তির রশিদ।

৫. আবেদনের পাসপোর্ট সাইজের ফটোকপি।

৬. আধার কার্ড।

৭. ব্যাংকের সঙ্গে আধারের সংযোগ আছে ।

উপরোক্ত নীতিগুলি নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে । স্কলারশিপের আবেদনের জন্য শেষ তারিখ ও আরো বিস্তারিত তথ্য জানার জন্য স্কলারশিপের অফিসিয়াল পোর্টালটি অবশ্যই ফলো করবেন।

 

Nb:- উপরোক্ত তথ্য গুলো কেবল মাত্র আবেদন কারিদের কাজের উদ্দেশ্যে । informerexpress.com কেবল মাত্র বিভিন্ন সরকারি চাকরি, সরকারি প্রকল্প , স্কুল ও কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্য তৈরী করা হয়েছে । এটি কোনো নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনাও করে না ।  informerexpress.com – সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে এবং প্রকাশিত করে থাকে ।

 

Civic Volunteer Junior Constable 2024

Kurseong Travel

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *