Paytm_ClosedPaytm_Closed

Rbi Made Arrangements To Prevent Paytm Form Shutting Down –  Paytm যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থা করে দিল RBI, কিছুটা স্বস্তি পেল গ্রাহকেরা ।

Paytm_Closed
Paytm_Closed

ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) দ্বারা বিশাল বড় ধাক্কা সম্মুখীন হয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক । আরো ভালো করে বললে পেটিএম পেমেন্ট (Paytm Payment Bank) ব্যাঙ্ক এর যাবতীয় লেনদেনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যা আগামী ২৯ শে ফেব্রুয়ারি ২০১৪ এর মধ্যে থেকে তারা ব্যাংকিং পরিষ্কার দিতে পারবেনা বলে আগে স্পষ্ট করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

তবে পেটিএম কর্তৃক অনেক অনুরোধ করার জন্য সেই সময়সীমা বাড়িয়ে ১৫ই মার্চ ২০২৪ করেছে আর বি আই । পেটিএম এর প্রতি এই নরম হওয়াটা আরো একটি বড় ইঙ্গিত পাওয়া গেল বলে ধরে নেওয়া হচ্ছে । যা দেখা যাচ্ছে যে মনে করেছেন শেষ পর্যন্ত স্থগিত হয়ে  টিকে যেতে পারে পেটিএম (Paytm )  ।

ভারতীয় অর্থব্যবস্থার ডিজিটাল (Digital) লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং যুগান্তকারী অবদান পেটিএম (Paytm)- এর ছিল। নোট বন্দির সময় তাদের দেখানো পথ ধরে ভারতের লেনদেন ব্যবস্থা বড় পরিবর্তন আসে । যদিও পরবর্তীকালে ফোনপে (Phonpay), গুগলপে (GooglePay) বাজারে এসেছে এবং অনেকটা বাজার দখল করেছে । অবদান অনস্বীকার্য  ডিজিটাল লেনদেনের সাথে সাথে পেটিএম (Paytm ) একটি থার্ড পার্টি পেমেন্ট গেটে হয়ে যাবে কাজ করতো । এবং এর পাশাপাশি গড়ে তুলে নিজস্ব একটি ব্যাংকিং সিস্টেম যেটি পেটিএম পেমেন্ট ব্যাংক (Paytm Payment Bank  ) নামে পরিচিত ফলে ভারতের অর্থনীতিতে একটি পেটিএম (Paytm ) এর গুরুত্ব এবং প্রভাব যথেষ্ট রয়েছে ।

কিন্তু পেটিএম (Paytm )এর বিরুদ্ধে অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নতুন নয়। প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তাদেরকে সতর্ক করেছে। তবুও তারা সে কথা শুনে নি । না শোনার জন্য এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে (RBI) আরবিআই অফ ইন্ডিয়া । কিন্তু সে ক্ষেত্রে পেটিএম (Paytm ) পেমেন্ট বন্ধ করে দিলে বাজারে চরম বিভ্রান্তি দেখা দিতে পারে সেটাও কথা মাথায় রেখেছে সেজন্য তারা পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাপটি (Paytm  Payment App) বন্ধ করার কোন রকম সিদ্ধান্ত বা কথা এখনো তারা জানাননি।

(RBI) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Paytm) পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেও পেটিএম পেমেন্ট অ্যাপ নিয়ে কিছু বলেননি এখনো তারা । এমনিতেও পেটিএম ইউপিআই (Paytm UPI) অ্যাপ বা থার্ড পার্টি পেমেন্ট বিরুদ্ধে আলাদা করে তেমন কোনো অভিযোগ  নেই পেটিএম এর । তাই থার্ড পার্টি পেমেন্ট হিসাবে (paytm )অ্যাপটি থেকে যাচ্ছে । তবে জনগণের বিভ্রান্তির দূর করার জন্য পেটিএম পেমেন্ট (Paytm Payment Bank ) যাতে চালু থাকে তার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে (RBI) আর বি আই অফ ইন্ডিয়া। তারা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এন পি সি আই এর কাছে চিঠি লিখেছে যাতে পেটিএম (Paytm ) পেমেন্ট অ্যাপ চালু থাকে সেই বিষয়ে দেখার জন্য জানিয়েছে ।

তব এতদিন পেমেন্ট অ্যাপের ব্যাংকার হিসেবে কাজ করেছে  পেটিএম (Paytm ) পেমেন্ট ব্যাঙ্ক । স্বাভাবিকভাবেই রিজার্ভ ব্যাংকের (RBI) নিষেধাজ্ঞার পর পেটিএম (Paytm ) পেমেন্ট ব্যাংক তাদের অ্যাপ এর ব্যাংকার হিসেবে রাখা যাবে না একথাও স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাই নতুন ব্যাংক আর হওয়ার জন্য (HDFC) এসডিএফসি, (ICICI) আইসিআইসি ব্যাংকের মতো আরো কিছু বিশেষ ব্যাংকের সঙ্গে তার কথা চলছে বলে আগে জানিয়েছিলেন পেটিএম এর প্রধান বিজয় শেখর শর্মা ।

আরো বলা যায় যে (RBI) রিজার্ভ ব্যাংকের নিষেধাজ্ঞার জেরে পেটিএম(Paytm ) এর অভিভাবক সংস্থা । ওয়ান  ১৯৭ (One97 ) কমিশনের শেয়ার  পড়ে গিয়েছিল ।  তা অর্ধেক এর  অনেকটা নিচে নেমে যায় । তবে রিজার্ভ ব্যাংক ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনকে (NPCI) পেটিএম(Paytm ) এর হয়ে চিঠি লেখার পর । আবার তাদের ভাবতে শুরু করেছে। প্রতিদিনই একটু একটু দাম বাড়ছে ১৯৭ কমিউনিকেশনের সেয়ারের ।

 

Rbi Made Arrangements To Prevent Paytm Form Shutting Down

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *