Rpf Job Recrutment 2024 rpf Recruitment 2024Rpf Job Recrutment 2024 rpf Recruitment 2024

রেলে ৪৬৬০ টি শূন্য পদে si & constable নিয়োগ -Rpf Job Recrutment 2024 

Rpf Job Recrutment 2024 rpf Recruitment 2024
Rpf Job Recrutment 2024 rpf Recruitment 2024

Rpf Job Recrutment 2024 – নতুন চাকরিপ্রার্থীর জন্য খুশির খবর । রেলওয়ে তরফ থেকে নতুন করে সাব ইন্সপেক্টর কনস্টেবল পদে  নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে । যেখানে বলা হয়েছে যে কতগুলো শূন্য  পদে নিয়োগ করা হবে? কি কি পোস্টের জন্য নিয়োগ করা হবে? কি যোগ্যতা লাগবে? বয়স সীমা কত আছে? সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আমরা এই বিজ্ঞপ্তি তে জানাবো । প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে এ পোস্টটি সমস্ত পড়ুন ।

মোট শূন্য পদ?

এখানে কনস্টেবল এবং সাব-ইন্সপেক্টর মিলে মোট 4660 টি শুন্য পদে নিয়োগ করা হবে ।

আবেদন পদ্ধতি?

ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবে এবং অনলাইনে আবেদন করতে হবে।

Rpf Job Recrutment 2024

 

পদের নাম (Post Name)

রেলে নতুন করে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে নিয়োগ করা হবে।

মোট শূন্য পদ রয়েছে ৪৬৬০ টি শূন্য পদে নিয়োগ করা হবে। তার মধ্যে

১) সাব ইন্সপেক্টর – 452 টি  ।

২) কনস্টেবল -৪২০৮ টি ।

Rpf Job Recrutment 2024
Rpf Job Recrutment 2024

বয়সসীমা কত লাগবে?

১) ইন্সপেক্টর পদে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে । এর পাশাপাশি এস সি এস টি রা পেয়ে থাকবে ।

এস টি এস সির জন্য ৫ বছরের বয়সের ছাড় এবং ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর বয়সের ছাড় রয়েছে।

২) কনস্টেবল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রেও তপশিলি জাতির উপজাতি এবং ওবিসিদের জন্য বিশেষ বয়সে ছাড়া রয়েছে । এসসি এসটিদের জন্য ৫ বছরের ছাড় এবং ওবিসি প্রার্থীর জন্য ৩ বছরের বয়সে ছাড়া রয়েছে।

এখানে চাকরি করলে বেতন কত পাওয়া যাবে?

১) সাব ইন্সপেক্টর পদে চাকরি হলে প্রতি মাসে 35,400/-  টাকা থেকে বেতন পাবেন চাকরি প্রার্থীরা ।

২) কনস্টেবল পদে চাকরি হলে প্রতি মাসে ২১,৭০০/- টাকা থেকে পারিশ্রম হিসেবে বেতন দেওয়া হবে।

 

শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?

১)  কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে।

২) আবে আবেদন করার জন্য প্রার্থী যে কোন স্বীকৃত প্রতিষ্ঠাতা থেকে গ্যাজুয়েট (B.A) কমপ্লিট করা থাকতে হবে।

আবেদন পদ্ধতি ?

চাকরিপ্রার্থীদের সাবেক সেক্টর ও কনস্টেবল পদে অনলাইনে আবেদন উন্নতিভুক্ত করতে হবে । আগামী ১৫ই এপ্রিল ২৪ তারিখে অনলাইনে শুরু হবে ।

আবেদনের শেষ তারিখ – । আগামী ১৪/০৫/২০২৪ তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করতে পারবেন ।

 

WBMSC Admit Card 2024 for SLST OUT at wbmsc.com

Dooars Tour

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *