iti_Formfillup ২০২৪iti_Formfillup

WB ITI From Fillup Details 2024 – রাজ্যের ITI এর ফর্ম ফিলাপ ২০২৪, কিভাবে আবেদন জানাবেন দেখেনিন।

 

 

 

WB ITI From Fillup Details 2024 – রাজ্যের আইটিআই  (ITI) কলেজগুলোতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে । যে সকল ছাত্র-ছাত্রীরা সরকারি আইটিআই কলেজে ভর্তি হতে চায় তাদের জন্য আজকের প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব কিভাবে আইডিয়া কলেজে ভর্তি হয়ে যায় কারা কারা ভর্তি হতে পারবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কত এবং কি কি করা যাবে আইটিআই করলে এবং কোথায় কোথায় চাকরি পাওয়া যাবে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিজ্ঞপ্তিতে আলোচনা করব । তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এবং বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিয়ে কোথায় আবেদন করতে হবে কোন কোন কলেজ রয়েছে আমরা আলোচনা করব । বর্তমান সময়ে রেলে চাকরির ক্ষেত্রে আইটিআই খুবই গুরুত্বপূর্ণ এবং বাধ্যতামূলক করে দেয়া হয়েছে।

 

 

WB ITI From Fillup Details 2024– যেসব প্রার্থীরা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে রেলের চাকরি করার স্বপ্ন দেখেছে । তাদের জন্য আজকে খুশির খবর আইটিআই সরকারি কলেজ থেকে ভর্তির জন্য আবেদন চলছে ।  যাতে কি কি কোর্সগুলি করা যাবে এবং কি কি যোগ্যতার প্রয়োজন আছে? শিক্ষাগত যোগ্যতা ?  কত নম্বর প্রয়োজন ? কত নম্বর থাকলে সরকারি কলেজগুলোতে ভর্তি করা যাবে । সরকারি কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি প্রয়োজন ? কতদিনের নিযুক্ত করা হয় । এসব বিস্তারিত তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব ।
এই আইটিআই কলেজগুলিতে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এ দুটি ট্রেডের বিভিন্ন বিভাগে কোর্স কমপ্লিট করানোর জন্য আবেদন করা যায় ।
iti_Formfillup ২০২৪
iti_Formfillup

Mekanikal (M) গ্রুপের পথ গুলি (WB ITI From Fillup Details 2024)

শিক্ষাগত যোগ্যতা – যোগ্য এই এম গ্রুপে অর্থাৎ মেকানিক্যাল গ্রুপে আবেদনকারী কে স্বীকৃত কোন বিদ্যালয় থেকে ৩৫ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিক পাস করতে হবে তবে এখানে আবেদন করা যাবে।
ITI এর মধ্যে (M) এম  গ্রুপে যে পদগুলি থাকে.

Electrician, Fitter ,  Tuner, Mechanist, mechanic motor vehicles, mechanic diesel engineers, mechanic refrigeration and air condition, welder, gas and electric, carpenter, pumber, draftmen, electric application, mechanic auto electrical and electronics,  mechanic tractor,  mechanic agriculture,  machinery painter,  general sheet metal workers, mechanic machine tool,  machinery mechanic,  meaning machinery, mechanic medical, electric draftmen, mechanical electric mechanical, Instrument Mechanical,  Mechanical radio,  television mechanical,  mechanic computer and hardware etc. এই পথ গুলোর জন্য ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে ।

ইলেকট্রিক্যাল গ্রুপের ট্রেডে যে পথগুলি থাকে  ঃ

শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল গ্রুপে কোর্সগুলি আবেদন করার জন্য আবেদনকারী শিক্ষিত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে (সর্বনিম্ন যোগ্যতা)

পদের নাম- ITI -এর মাধ্যমে ই গ্রুপে এ  cutting, swing, plumber, welder pipe, metal worker this mankind, wireman well there Mason পথগুলোতে আবেদন করার জন্য আবেদনকারীর ফর্ম ফিলাপ করতে পারেন।

নিয়োগ প্রক্রিয়াঃ

আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কিছুদিনের মধ্যে( WB ITI From Fillup Details 2024 ) শিক্ষকতা যোগ্যতা এবং নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হয় । এই আইটিআই কলেজে আবেদনকারী কোনরকম পরীক্ষা ছাড়া নিয়োগ করা হয় । আবেদনকারী ছাত্রছাত্রীদের বিভিন্ন ভাগ অনুযায়ী অষ্টম অথবা মাধ্যমিক নাম্বারের ভিত্তিতে কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। এখানে কোন রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তি হওয়া যায় এবং নাম্বারের ভিত্তি অনুযায়ী কে কোন বিষয়ে চান্স পাবে।  সেটিও নির্ভর করে কলেজে আবেদন করে সিলেক্ট হওয়ার পর।  সেখানে বিভিন্ন বিভাগগুলি রয়েছে সেগুলিতে । আইটিআই করার সুযোগ পেয়ে থাকে এবং আবেদন করার পরে কলেজগুলিতে আবেদন ফ্রি জমা দিয়ে এবং সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আসলে সেখানে সে সুযোগ পায়।

 

আবেদন পদ্ধতিঃ

তে আইটিআই কলেজে আবেদনের জন্য আবেদনকারীদের নিচের পদ্ধতি সঠিকভাবে অবলম্বন করতে হবে ।

১) আবেদন করার জন্য প্রথমে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের scvtwb.in  ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে ।

২) প্রথমে  ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ।

৩) তারপর পুনরায় মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এবং আবেদন পত্রটি নিজে যাবতীয় সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করতে হবে।

৪) সর্বশেষ আবেদন মূল্য জমা দিয়ে নিয়ম অনুযায়ি আবেদন  সম্পন্ন করতে হয়।

 

AAI Job Vacancy 2024

Yuvashree Prakalpo Recruitment 2024

WBPSC Food SI Admit Card Download 2024

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *